• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

মিয়ানমারের বিরুদ্ধে চীনকে পদক্ষেপ নিতে আহ্বান যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০৪:৪২ পিএম
মিয়ানমারের বিরুদ্ধে চীনকে পদক্ষেপ নিতে আহ্বান যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের সামরিক জান্তা সরকার চার গণতন্ত্রপন্থীকে হত্যার পর দেশটির ওপর চাপ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, অন্য যেকোনো দেশের চেয়ে চীন মিয়ানমারকে বেশি প্রভাবিত করতে পারে।যদিও চীন বলছে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আর মিয়ানমারের জান্তা জোর দাবি জানিয়ে বলছে, অভিযুক্তদের মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল।

জান্তার সরকারের মুখপাত্র জাও মিন তুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যদি তাদের শাস্তিকে অন্যান্য মৃত্যুদণ্ডের মামলার সাথে তুলনা করি, তাহলে বলতে হবে তারা এমন অপরাধ করেছে যার জন্য তাদের কয়েকবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল।”

জাও মিন তুন বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে অভিযুক্ত চারজনকে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল। আদালতে তারা আত্মপক্ষ সমর্থন করতে সক্ষম হয়েছিলেন বলেও জানা গেছে।

সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে জান্তা সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে চারজনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানানো হয়। তবে খবরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ উল্লেখ করা হয়নি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, দেশটির আটক নেতা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক আইনপ্রণেতা ফিয়ো জেয়া থকে, গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী কিয়াও মিন ইউ, হ্লা মিও অং ও অং থুরা জাও।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!